জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া গোলাপগঞ্জের ৭ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট-৬ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা দক্ষিণ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে শহীদ পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে যান। এসময় উপজেলা জমিয়ত ও স্থানীয় নেতাকর্মী,বিশিষ্টজন,শহিদদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন- জুলাই-আগস্ট আন্দোলনে সিলেটের সবচেয়ে ত্যাগী উপজেলা হচ্ছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার। গোলাপগঞ্জ ৭ জন বিপ্লবী তাজা প্রাণ বিলিয়ে দিয়েছেন। বিয়ানীবাজারেও শহিদ হয়েছেন ৪ জন। আমি সবসময় জুলাই-শহিদ এবং আহতদের পরিবারের পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও, আলী আহমদ,ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা জামাল আহমদ,গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস,শামসুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি নাঈম আহমদ,সাধারণ সম্পাদক নাসিম আহমদ,সহ-সাধারণ সম্পাদক জায়েদ আহমদ,অর্থ সম্পাদক আফছার আহমদ,প্রচার সম্পাদক শামসুল হুদা আল মামুন,ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাঃ ইমাদ উদ্দিন,সহ-সভাপতি গোলাম কিবরিয়া,সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল ইকরামা,সহ-প্রচার সম্পাদক মুহিবুর রহমান মিজু,সদস্য নাঈমুর রহমান,রায়হান আহমদ, আব্দুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।


















