সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. কৃষি ও প্রকৃতি
  4. খুলনা
  5. খেলা
  6. গণমাধ্যম
  7. চট্টগ্রাম
  8. চাকরী
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বরিশাল
  15. বিনোদন

প্রতারক কাওসারের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলার রায় ৫ জানুয়ারী

প্রতিবেদক
Ayman
নভেম্বর ২৪, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক ঃ

পনেরো মামলার পলাতক আসামী মোটর সাইকেল চোর কাওসার হোসেন আত্মগোপনে। নারী সাপ্লাই, দেহ ব্যবসা, ইয়াবা ব্যবসা,চুরি ছিনতাই, বলৎকার, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাসহ একাধিক অপরাধে কুখ্যাত এ ইয়াবা সাপ্লাইয়ারের  বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে। পলাতক এ চিহ্নিত অপরাধী ও তার পরিবারের অপরাধের ফিরিস্তি নিয়ে ৩০ পর্বের ধারাবাহিক সাজানো হয়েছে। আজ  চতুর্থ পর্ব  ………………………………………………………

মোটর সাইকেল চোর কাওসারের বিরুদ্ধে চিক ডিজঅনারের একটি মামলার রায় আগামী জানুয়ারী মাসের ৫ তারিখে। রায়কে প্রভাবিত করার জন্য সে শেষ চেষ্টার কোন কমতি রাখে নাই। অনেকগুলো চেক ডিজঅনারের মামলার মধ্যে একটি মামলার রায় ঘোষিত হবে ৫ জানুয়ারী। আদালত এদিন তার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ নির্ধারণ করেছেন। মামলা নং- ৭/২০২৪।
মামলার বিবরণীতে জানাযায়, বালাগঞ্জের সত্তরোর্দ্ধ বৃদ্ধ আলাওর রহমানকে কৌশলে চাচা ডাকতো। লন্ডনের সিটিজেনশীপ আলাওর রহমানকে অনেক সময় বাবা বলেও ডাকতো সে। প্রতারণা করার উদ্দেশ্যে সে সহজ সরল আলাওর রহমানের সাথে সুসম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে সে আলাওর রহমানের সাথে আর্থিক লেনদেনের সম্পর্ক গড়ে তুলে। সে কৌশলে বিভিন্ন সময় নগদে টাকা পয়সা নিতো। এভাবে সে আলাওর রহমানের ৫০ লক্ষ টাকার অধিক ঋণবাবত নিয়ে নেয়। কিন্তু টাকা দেওয়ার কোন নাম গন্ধ নেই। প্রতারক কাওসার নিজেকে গোলাপগঞ্জের মার্চেন্ট হিসেবে আলাওর রহমানকে পরিচয় দিতো। তার দুই ভাই স্থায়ী ভাবে আমেরিকায় বসবাস করে বলে জানাতো। এক পর্যায়ে আলাওর রহমান তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন টালবাহানা দেখাতো। তার ভাইরা টাকা পাঠালে ফেরত দিয়ে দিবে বলে।
দিন অতিবাহিত হতে থাকে। আলাওর রহমানও ৫০ লক্ষ টাকা ফেরত পাওয়ার আশায় দিন গুণেন। কিন্তু তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেন নাই যে, তিনি জগতের শ্রেষ্ট প্রতারকের খপ্পড়ে পড়েছেন। একদিন তিনি কাওসারের কাছে মাত্র ৫ লক্ষ টাকা ফেরত চান। কাওসার তার নিজ একাউন্টের ৫ লক্ষ টাকার চেক দেয়। আর বলে তার ভাইয়েরা আমেরিকা থেকে টাকা পাঠালে তিনি যেন ব্যাংকে চেক জমা দেন। চেক দিয়ে কাওসার আলাওর রহমানের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কয়েক মাস অপেক্ষার পর সজ্জন ব্যক্তি আলাওর রহমান কাওসারের কোন খুজ না পেয়ে নিরোপায় হয়ে তিনি ৫ লক্ষ টাকার চেক নিয়ে ব্যাংকে যান। গিয়ে জানতে পারেন প্রতারক কাওসার আলাওর রহমানকে প্রদানকৃত চেকের নামে জিডি করে ব্যাংকে চেকের লেনদেন বন্ধ রেখেছে। এমনকি তার ব্যাংকে কোন টাকা নেই। ব্যাংকে একাউন্ট মেনটেন্সে বাবত তার একাউন্টে ১৬২০ টাকা পায়।
তখনই বয়োজেষ্ট্য আলাওর রহমানের ভূল ভাঙ্গে। ৫০ লক্ষ টাকার মধ্যে মাত্র ৫ লক্ষ টাকার চেক দিয়ে তাও জালিয়াতি। এরই মধ্যে আবার যোগাযোগ বন্ধ। বাধ্য হয়ে তিনি আদালতের স্মরণাপন্ন হন। আদালত মামলাটি আমলে নিয়ে কাওসারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। চেক ডিজঅনার মামলাটি বিচারের চূড়ান্ত পর্যায়ে মামলাবাজ কাওসার মামলাটি মিসকেস করে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করে। মহানগর দায়রা জজ আদালত দীর্ঘ শুনানী শেষে মামটি নিম্ন আদালতে রায়ের জন্য পাঠিয়ে দেন। এরই মধ্যে মামলাবাজ কাওসার হাইকোর্টে মামলাটির কার্যক্রম স্থগিত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে আদালত আগামী ৫ জানুয়ারী মামলার রায় প্রদান করার দিন ধার্য্য করেছেন।
ভুক্তভোগী আলাওর রহমান বলেন, সুন্দর সুন্দর কথা বলে কাওসার আমার কাছ থেকে ৫০ লক্ষের বেশি টাকা নিয়েছেঅ। সে নিজেকে গোলাপগঞ্জের বড় ব্যবসায়ী মার্চেন্ট বলে পরিচয় দিতো। আমিও সরল বিশ্বাসে তাকে বিভিন্ন সময়ে ৫০ লক্ষের বেশি টাকা দিয়েছি। সে মাত্র ৫ লক্ষ টাকার চেক দিয়েছ্ েআমি ৫ লক্ষ টাকার মামলা করেছি। আদালত থেকে ন্যায় বিচার পাবো বলে আমি আশাবাদী। এই মামলায় ন্যায় বিচার পেলে আমার ৫০ লক্ষ টাকার দুঃখ কিছুটা হলেও ঘুচবে। ৪৫ লক্ষ টাকার ওয়াটসএপের স্ক্রিনশট, কল রেকর্ড আছে। আমি এটা নিয়েও প্রতারণা ও টাকা উদ্ধারের মামলা শীঘ্রই করবো।
তিনি আরো বলেন, এই ছেলের বিষয়ে সবাই সজাগ থাকবেন। চাচা বলে আমাকে ডাকতো। এক পর্যায়ে তার বাবা নাই বলে আমাকে বাবা ডাকতো। প্রতারকের মুখের ভাষা এতো মিষ্টি যেকেউ তার মুখের ভাষা শুনলো গলে যাবেন। কিন্তু এতো বড়ো ভন্ড, প্রতারক জগতে আছে এই ছেলেকে না দেখলে আমার বিশ্বাস হতো না।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন