সিলেট থেকে ফিরে হিমেল চৌধুরী : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ বাজারে এক ভারতীয় পাতা বিড়ি ও কেরসিন বিক্রেতা হঠাৎ করে সাংবাদিক হয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন। নাম তার মো. আব্দুল আবিদ, পিতার নাম মুছন মিয়া। আবিদ আহমদ দীর্ঘ দিন ধরে পুরকায়স্থ বাজারে মুদির দোকানদারী করে আসছেন। মুদির দোকানে অন্তরালে কি এমন ব্যবসা আঙ্গুল ফুলে গাছ হয়ে উঠেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, আবিদ স্টোর নামের দোকানে সবচেয়ে বেশি ভারতীয় পাতা বিড়ি পাওয়া যেত, সেই দোকান টি ছিলে গ্রামের কৃষক মানুষের কাছে প্রিয়, পাতা বিড়ির জন্য বিখ্যাত। কোথাও পাতা বিড়ি পাওয়া না গেলে ওই দোকানে পাওয়া যেত ভারতীয় পাতা বিড়ি। বিক্রি করতেন কেরোসিন ও অজানা অনেক ভারতীয় পণ্য। গত কয়েক দিন ধরে ফেসবুক আইডিতে দৈনিক দেশ প্রতিদিন নামের এক পত্রিকার আইডি কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিকের খাতায় নাম লিখে অন্তরালে স্থানীয় অপরাধীদের পক্ষে কাজ করতে দেখা যায়। আবিদ আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত ছিলো। নিজেকে একজন নেশাগ্রস্থ থাকতে দেখা যায় বলে জানান বাজারে অনেক ব্যবসায়ী। এসব থেকে নিজে রক্ষার্থে সাংবাদিক হয়ে প্রশাসনের চোখে ভাল মানুষ হিসেবে সেজেছেন। (আসছে বিস্তারিত চোখ রাখুন)