শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. কৃষি ও প্রকৃতি
  4. খুলনা
  5. খেলা
  6. গণমাধ্যম
  7. চট্টগ্রাম
  8. চাকরী
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বরিশাল
  15. বিনোদন

সিলেটে এনসিপির সমাবেশে ডেভিল কাওসার, নিরাপত্তা শংকা

প্রতিবেদক
ঢাকা ভিউ ২৪.কম
ডিসেম্বর ১৯, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ

সিলেটে এনসিপির সমাবেশে ডেভিল কাওসারের উপস্থিতিতে সমাবেশে আগত নেতাকর্মীদের মধ্যে নিরাপত্তা আতংক দেখা দিয়েছে। সিলেট মহানগর এনসিপির আহবায়ক নানা ভাই অ্যাডভোকেট আফজালের প্রত্যক্ষ মদদে গোলাপগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদককে সিলেট জেলা এনসিপির আহবায়ক কমিটির সদস্য করে ডেভিল পুনর্বাসন করা হয়েছে। কাওসার মনে প্রাণে এনসিপিকে ধারণ করে নাকি ফ্যাসিস্টদের কোন অশুভ এজেন্ডা বাস্তবায়নে দলে অনুপ্রবেশ করেছে তা জানতে চান এনসিপির নেতাকর্মীরা। হাদী হত্যার পর থেকে নেতাকর্মীদের মধ্যে নতুন ভয় প্রবেশ করেছে। তারা বলছেন, কাওসারও ঘুপ্ত ঘাতক কিনা, তাহা নজরদারী করা দরকার। কেউ কেউ তাকে বহিস্কারের আওয়াজ তুলেছেন। অবশ্য এক কালের ডেভিল সিলেট মহানগর আহবায়ক অ্যাডভোকেট আফজালের কারণে প্রকাশ্যে টু শব্দ করার সাহস কেউ পাচ্ছেনা। আর ভিতরে ভিতরে নিরাপত্তা শংকায় মরছেন। এজন্য সিলেটে এনসিপির হাজারের বেশি নেতাকর্মী থাকা সত্ত্বেও শুক্রবারের সমাবেশে ৩০/৪০ জনের মতো উপস্থিতি ছিল। তাও কাওসারের আগমনের সাথে সাথে অনেকেউ নিরাপত্তা ভয়ে সটকে পড়েন। ইজজ্ত বাঁচাতে নেতারা শহীদ মিনারের সামনের রাস্তার পরিবর্তে ভিতরে গিয়ে কোন রকমে ফটোসেশন করে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।

ডেভিল কাওসারের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানা ও আদালতে ১৫টিরও বেশি মামলা চলমান আছে। এসম মামলার অনেকগুলোই বিচারিক পর্যায়ে। আগামী ১৩ জানুয়ারী তার জোড়া মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত রয়েছে। সিলেট মহানগর এনসিপির আহবায়ক নানা ভাই অ্যাডভোকেট আফজাল হচ্ছেন তার প্রধান শেল্টার দাতা ও আইনজীবী। কাওসারের মাধ্যমে নানা ভাই বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ফ্যাসিস্টদের জামিন করিয়ে হয়েছেন কোটিপতি।

সম্প্রতি কয়েক লক্ষ টাকার বিনিময়ে নানা ভাই অ্যাডভোকেট আফজাল সিলেট মহানগর এনসিপির পদ কিনে নিয়েছেন বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। এরপর তিনি সংবাদ সম্মেলন করে কমিটির আত্মপ্রকাশ অনুষ্টান করেন। সেখানে প্রত্যাশিত সংবাদিক উপস্থিত না হওয়ায় তিনি সিলেটের সংবাদ মাধ্যমের উপর ক্ষুব্ধ। তারই প্রতিক্রিয়া তিনি গত বৃহস্পতিবার রাতে কাওসারের মাধ্যমে প্রথম আলো অফিসে আক্রমণ করিয়ে জ্বাল মিটিয়েছেন।

শুক্রবার এনসিপির সমাবেশে এক মবকারী একাত্তর টিভির সাংবাদিককে আক্রমণের চেষ্টা করলে তাকে এনসিপির কেউ নয় বলে অস্বীকার করা হয়। অনুসন্ধানে জানাযায়,, মবকারী ও কাওসার এক সাথে মোটর সাইকেলে এনসিপির সমাবেশে এসেছে। তারা পাশাপাশিও ছিল।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন