সিলেট প্রতিনিধি ঃ
সিলেটে দুই সাইবার সন্ত্রাসী (চুদনার) বিরুদ্ধে সাধারণ ডায়রী করেছেন ফয়ছল আহমদ। অভিযুক্তরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার কাওসার হোসেন প্রকাশ চুর কাওসার ও হেলাল চৌধুরী উরফে কানা হেলাল। সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেন, কাওসার হোসেন ও কানা হেলাল দীর্ঘদিন ধরে ফয়ছল আহমদের মানহানি করার উদ্দেশ্যে ফেসবুকে ভূয়া তথ্য দিয়ে পোস্ট করেন। তারা ফয়ছল আহমদের সুনাম ক্ষুণœ করার হীন উদ্দেশ্যে তারা ইচ্ছাকৃত ভাবে ছবি ও ভিডিও এআই দিয়ে সুপার এডিট করে মানহানিকর কন্টেন্ট যুক্ত করে তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে ছড়িয়ে দেন। সম্প্রতি ফয়ছল আহমদের নিজ অফিসের দুই বছর আগের পুরাতন ভিডিও কাওসার আহমদ সিসি ক্যামেরা হ্যাক করে ভিডিও সম্পাদনা করে র্যাবের গোয়েন্দা পরিচয় দিয়ে কাওসার আহমদের কম্পিউটার হ্যাক করেছে বলে ভূয়া দাবী করে তার ফেসবুক আইডিতে ছড়িয়ে দেন। কানা হেলাল তাহা শেয়ার করেন। এছাড়াও কানা হেলাল ও কাওসার হোসেন দীর্ঘদিন ধরে ফয়ছল আহমদের সুনাম হানি করার উদ্দেশ্যে বিভিন্ন সময় ছবি এডিট করে মানহানিকর কন্টেন্ট যুক্ত করে তাদের ফেসবুকে শেয়ার করেন বলে তিনি তার জিডিতে উল্লেখ করেন। নগরীর শাহপরাণ (রহ:) থানার জিডি নং-৭৩৯।
শাহপরাণ (রহ:) থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জিডির সত্যতা স্বীকার করে বলেন, ফয়ছল আহমদ থানায় জিডি করেছেন। বর্তমানে তা তদন্তাধীন আছে। তদন্ত স্বাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কাওসার আহমদের মা ও বোন মাদকসহ ধরা খেয়ে জেল হাজতে আছে। তা নিয়ে সংবাদ প্রকাশ করায় চোর কাওসার ও কানা হেলাল কুরুচিপূর্ণ পোস্ট করছেন বলে জানিয়েছেন কাওসারের ভাই মাহবুব।



















