বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. কৃষি ও প্রকৃতি
  4. খুলনা
  5. খেলা
  6. গণমাধ্যম
  7. চট্টগ্রাম
  8. চাকরী
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বরিশাল
  15. বিনোদন

সিলেট জেলা এনসিপি নেতা কাওসারের বোন মনিরার খোঁজ মিলেনি, রহস্য দানা বাঁধছে

প্রতিবেদক
ঢাকা ভিউ ২৪.কম
ডিসেম্বর ১০, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধিঃ

পনেরো মামলার পলাতক আসামী মোটর সাইকেল চোর কাওসার হোসেন আত্মগোপনে। নারী সাপ্লাই, দেহ ব্যবসা, ইয়াবা ব্যবসা, চুরি ছিনতাই, বলৎকার, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাসহ একাধিক অপরাধে কুখ্যাত এ ইয়াবা সাপ্লাইয়ারের  বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে। পলাতক এ চিহ্নিত অপরাধী ও তার পরিবারের অপরাধের ফিরিস্তি নিয়ে ৩০ পর্বের ধারাবাহিক সাজানো হয়েছে। আজ  ১৪তম পর্ব  ………………………………………………………..

বিগত ২ দিন থেকে তালতো ভাইয়ের হাত ধরে নিখোঁজ সিলেট জেলা এনিসিপি নেতা কাওসারের বোনের খোঁজ এখনো পাওয়া যায় নাই। এ নিয়ে রহস্য দেখা দিয়েছে। দ্বিতীয় সানি লিওন খ্যাত মনিরার হরেক বয়ফ্রেন্ড তাকে হারিয়ে পাগল প্রায়। এদিকে ইয়াবাসহ গ্রেফতার হয়ে জেল হাজতে কাওসারের মা ও আরেক বোনের দিন কাটছে নিদারুন কষ্টে। ৮ মাসের গর্ভবতী কাওসারের মায়ের কষ্টের পরিমাণ একটু বেশি। ঠান্ডায় তাদের যবুতবু অবস্থা। তার উপরে সব ছোট বোন মনিরা পালিয়ে যাওয়ায় মরার উপর খাড়ার গা হয়ে দেখা দিয়েছে।

মনিরা যৌবনের জ্বালায় তালতো ভাইয়ের গাত ধরে পালিয়ে গেলে কাওসার তার সুবিধা ভোগ করতে চেয়েছিল। সে ঘটনাকে ভিন্ন খ্যাতে প্রবাহিত করতে তার পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে কয়েকজনকে আসামী করে অপহরণ মামলা দাখিল করে। অবশ্য পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে অহরণের কোন ঘটনাই ঘঠে নাই। যৌবনের জ্বালায় কাওসারের বোন মনিরা তালতো ভাইয়ের হাত ধরে পালিয়ে গিয়েছে। তাৈই আর অপহরণ মামলা নেয় নাই।

উল্লেখ্য, সিলেট জেলা এনসিপির নির্বাহী কমিটির সদস্য কাওসার হোসেন উরফে লাউটা কাওসারের সব ছোট বোন মনিরা তালতো ভাইয়ের হাত ধরে দিন দুপুরে ঘর ছেড়েছে। গত সোমবার দুপুরের কোন এক সময় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। যাওয়ার বেলা ঘরের শেষ সম্ভল নগদ ১০ হাজার টাকাও নিয়ে যায়। কাওসার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কতিপয় ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় ভূয়া অপহরণের  অভিযোগ দেয়। অভিযোগের পরিপ্রেক্তিতে থানা পুলিশ তাৎক্ষণিক তদন্ত করে জানতে পারে মনিরা অপহরণ নয়, তালতো ভাইয়ের প্রেমে হাবুডুবু খেয়ে হাত ধরে পালিয়েছে।

মনিরা তার তালতোে এক তালতো ভাইয়ের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। তালতো ভাইয়ের সাথে পারিবারিক ভাবে বিয়ের সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু বিধি বাম, পরিবারের অন্য ভাইবোন, মা যেখানে পরক্রিয়া করে বিয়ের সম্পর্ক গড়ে তুলেছে সেখানে মনিরা কেন ব্যতিক্রম হবে? গত মাস খানেক আগে ইয়াবাসহ কাওসারের মা রহিমা ও তার আরেক বোন বাড়ির পাশের খাসিখাল ব্রিজের নিচ থেকে রাত ১১ টায় ইয়াবা পাচার কালে ডিবির হাতে হ্রেফতার হয়ে জেল হাজতে আছে। কয়েক দফা চেষ্টা করেও জামিন না হওয়ায় এবং হাইকোর্ট বন্ধ থাকায় আপাতত জেল জীবনই তােদের নিয়তি। এদিকে পারিবারিক ভাবে বিয়ের অপেক্ষা না করতে পেরে মনিরা স্ব ইচ্ছায় তালতো ভাইয়ের হাত ধরে পালিয়ে যায়।

ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বলৎকার কাওসার ভূয়া অপহরণের অভিযোগ দিয়ে কতিপয় ব্যক্তিকে হয়রানী করার চেষ্টা করে। কিন্তু তার সে চেষ্টা সফল হয় নাই। পুলিশ অনুসন্ধানে আসল তথ্য বের করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পঠুয়াখালীতে তাদের শেষ লোকেশন চিহ্নিত করতে পেরেছে পুলিশ। যেকোন সময় তাদের গ্রেফতার করা হবে বলে জানা গেছে।

অসংখ্য মিথ্যা মামলার কারিগর, মামলাবাজ কাওসার অতীতেও অনেক মিথ্যা মামলা করে তদন্তে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে ২১১ ধারায় মামলা করেছে। গত ৩০ নভেম্বর, সিলেট এনসিপির আহবায়ক নানা ভাই অ্যাডভোকেট আফজল এরকম একটি মামলায় সিলেট অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে তার জামিন করিয়েছেন। আগামী ১৩ জানুয়ারী, ২০২৬ ইংরেজি কাওসারের বিরুদ্ধে জোড়া মামলার রায় ঘোষিত হবে। এই মামলাদ্বয়ের আইনজীবী হিসেবে আছেন নানা ভাই অ্যাডভোকেট আফজাল।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

নির্বাচিত

সিলেটে এনসিপির সমাবেশে ডেভিল কাওসার, নিরাপত্তা শংকা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ‘সুখবর’

এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী

সিলেটে জুলাই আন্দোলনের মামলার আসামী জেলা এনসিপির সদস্য

বিতর্কিত এসআই মোবারক আবারও নলজুড়ি পুলিশ ফাঁড়িতে: কেমনে কী?

গোয়াইনঘাট অবৈধভাবে বালু- উত্তোলন, হুমকিতে আহারকান্দি সেতু

হাজী আব্দুস সহিদ মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষের অবৈধ নিয়োগ-বাণিজ্য ও ফান্ড লুটের অভিযোগ

চাকরির জন্য মানত করা যাবে কি?

মিথ্যা চুরির অভিযোগে ভূয়া সাংবাদিকসহ ১৩ প্রতারকের বিরুদ্ধে জিডি

জগন্নাথপুরে যুবলীগ নেতা উজ্জলের বাড়ি দখল