নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পভারটি রিডাকশন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে৷ এ উপলক্ষে সমিতির কার্যালয়ে ২৮ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানাভাবে ভোট গ্রহন চলে৷ পরে ৮ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাহবুব খছরু৷
এতে সভাপতি পদে -২২৫ ভোট পেয়ে বিজয়ী হন
মিজানুর রহমান (তৌফিক), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল ইসলাম পান ৮২ ভোট, সহ-সভাপতি পদে আমিনুল হক চৌধুরী -২০১ ভোট পেয়ে বিজয়ী হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামিল আহমেদ চৌধুরী পান -১০৬ ভোট, সম্পাদক পদে মোঃ বদরুল ইসলাম২১২ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিপন আহমেদ -৯৫ ভোট পান, কোষাধ্যক্ষ পদে ফখরুল ইসলাম চৌধুরী- ২০৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিমু আহমেদ চৌধুরী ১০৪ পান৷ এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আলা উদ্দিন পেয়েছেন -১৮০ ভোট ও মোরাদ আহমেদ-১৯৫ ভোট পেয়ে বিজয়ী হন৷ সদস্য পদে আরো ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন৷ উক্ত নবনির্বাচিত কমিটির কার্যকাল ২৮ জুলাই ২০২৩ ইং হতে ২৮ জুলাই ২০২৬ ইং পর্যন্ত ৩ বছরের জন্য বহাল থাকিবে৷
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয় সম্মানিত নির্বাচন কমিশন ও ভোটার গনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন৷


















