Sunday , 16 February 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. কৃষি ও প্রকৃতি
  4. খুলনা
  5. খেলা
  6. গণমাধ্যম
  7. চট্টগ্রাম
  8. চাকরী
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বরিশাল
  15. বিনোদন

প্রিমিয়ার লিগে এখনো দল পাননি লিটন-মুমিনুল

প্রতিবেদক
Ayman
February 16, 2025 11:57 am

মেহেদী হাসান মিরাজের জায়গায় তিনি সহ-অধিনায়ক হয়ে দুবাই গেলেও অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু সময় খারাপ হলে বুঝি এমনই হয়। বলা হচ্ছে লিটন দাসের কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেই জায়গা হয়নি ডানহাতি এ ব্যাটারের। সেটাই শেষ নয়, ঢাকার ক্লাব ক্রিকেটের একমাত্র আসর প্রিমিয়ার লিগেও এখনো দল পাননি লিটন।

লিটন একা নন, খোঁজ নিয়ে জানা গেছে, এখনো ঢাকার ক্লাব লিগে দল পাননি মুুমিনুল হকও। তবে জানা গেছে, মুমিনুলের সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের কথা-বার্তা চলছে। হয়তো বাঁহাতি অভিজ্ঞ ব্যাটারকে রূপগঞ্জের জার্সিতে দেখা যেতে পারে।

আজ রোববার ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো দলের সঙ্গে কথা-বার্তা চূড়ান্ত হয়নি লিটনের। গতবার আবাহনীর হয়ে খেলা লিটনের ব্যাপারে কোনো দল কেন আগ্রহ দেখাচ্ছে না, তা নিয়ে জেগেছে প্রশ্ন। খোঁজ নিয়ে জানা গেছে, পারিশ্রমিক বেশি। তাই মাঝারী ও ছোট সারির দলগুলো লিটনের প্রতি উৎসাহ দেখায়নি।

ধারণা করা হচ্ছিল, পুরোনো দল আবাহনীর হয়ে খেলতে পারেন লিটন। কিন্তু আবাহনী কোচ হান্নান সরকার রোববার দুপুরে জাগোনিউজকে নিশ্চিত করেছেন, ‘নাহ, লিটন প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলছে না।’

কেন এ বরেণ্য ব্যাটারকে দলে নেওয়া হলো না? এ প্রশ্নের মুখোমুখি হয়ে আবাহনী কোচ বলেন, ‘লিটনের ডিমান্ড অনেক। আবাহনীর পক্ষে এমন উচ্চপর্যায়ের চাহিদা পূরন করা সম্ভব হবে না এ বছর। তাই লিটনের আবাহনীতে খেলার কোনোই সম্ভাবনা নেই।’

এদিকে লিটন ও মুমিনুল এখন বেঙ্গল ‘টাইগার্সের’ হয়ে কোচ সোহেল ইসলামের অধীনে কোচিং করছেন। রোববার সকালে শেরে বাংলায় অনুশীলন শুরু হয়েছে বেঙ্গল টাইগার্সের। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন