Sunday , 16 February 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. কৃষি ও প্রকৃতি
  4. খুলনা
  5. খেলা
  6. গণমাধ্যম
  7. চট্টগ্রাম
  8. চাকরী
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বরিশাল
  15. বিনোদন

মারা গেছেন স্কুইড গেমের অভিনেত্রী

প্রতিবেদক
Ayman
February 16, 2025 12:04 pm

জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‌‘স্কুইড গেম’। এর দ্বিতীয় সিজনে অভিনয় করেছিলেন অভিনেত্রী লি জু-সিল। ৮১ বছর বয়সে এই অভিনেত্রী মারা গেছেন। কোরিয়ান পত্রিকা দ্য চোসুন ইলবো জানিয়েছে, লি রবিবার দক্ষিণ কোরিয়ার উইজিয়ংবুরে তার পারিবারিক বাড়িতে মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, পঞ্চাশের দশকে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হন। সেসময় চিকিৎসকরা বলেছিলেন তিনি আর এক বছরেরও কম সময় বাঁচবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ১৩ বছর পর চিকিৎসকরা তাকে ক্যান্সার মুক্ত ঘোষণা করেন। এরপর গেল গেল বছরের নভেম্বরে লি’র শরীরে আবার ক্যান্সার ধরা পড়ে। এর আগে থেকে নানা ধরনের অসুখে ভুগছিলেন তিনি।

লি ‘স্কুইড গেম’ সিরিজে পার্ক মাল-সুন চরিত্রের জন্য ব্যাপক পরিচিত। এটি সিরিজটির প্রধান চরিত্র পুলিশ কর্মকর্তা হোওং জুন-হোর মায়ের চরিত্র। তিনি এর সিজন ২ এর প্রথম দুটি এপিসোডে উপস্থিত হয়েছেন। তৃতীয় এবং চূড়ান্ত সিজনেও তার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে এই সিজনের শুটিং শেষ হয়েছে। চলতি বছরের জুনে নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

এদিকে জানা গেল, অভিনেত্রী লি জু-সিলের অন্ত্যেষ্টিক্রিয়া ৫ ফেব্রুয়ারি শিনচন সেভারেন্স হাসপাতালে অনুষ্ঠিত হবে।

লি ১৯৬৪ সালে অভিনয় শুরু করেন মঞ্চ নাটক এবং ভয়েস অ্যাক্টিংয়ে কাজ করার মাধ্যমে। এরপর আসেন সিনেমায়। তিনি দক্ষিণ কোরিয়াতে একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন। ২০১৬ সালের জোম্বি থ্রিলার ‘ট্রেন টু বুসান’ -এ সেওক-উর দাদির ভূমিকায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এছাড়াও তিনি বেশ কিছু সিনেমা ও জনপ্রিয় কোরিয়ান নাটকে অভিনয় করেছেন।

অভিনেত্রীর মৃত্যুর খবরে তার ভক্তরা এবং ‘স্কুইড গেম’ সিরিজের দর্শক সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন