সিলেট ব্যুরো : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী সিলেটের দক্ষিণ সুরমা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ২৬ নং ওয়ার্ডের শিববাড়ি এলাকার বাসিন্দা আব্দুল আলিম রাণার বিরুদ্ধে। ডেবিল হান্টসহ বিভিন্ন অভিযান পরিচালনা হলেও এখনও ধরা- ছোঁয়ার বাইরে অদৃশ্য কারণে। ছাত্র হত্যার একাধিক মামলায় এজাহারভূক্ত আসামীর নাম থাকলে ক্যাডার আব্দুল আলিম রাণা ও তার স্ত্রী লাকি আক্তার এর কোন নাম নেই সেখানে। অজ্ঞাতনামা আসামির তালিকায়ও নেই তারা। এ নিয়ে সিলেটে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ সুরমা বিএনপির এক নেতা বলছে, যুবলীগ ক্যাডার এই রাণার ভয়েই জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আতঙ্কে ছিল ছাত্র-জনতা। আরে ক’জন বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, পুলিশের ওপর হামলাসহ সব ধরণের অপরাধেই জসিম জড়িত ছিল। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন। জানা যায়, সিলেট বাস টার্মিনাল, রেলওয়ে ষ্টেশন, কদমতলি, হুমায়ুন চত্তররে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় রাণাও তার ক্যাডার বাহিনী। হামলায় গুলি বর্ষণও হয়। হুমায়ুন চত্তরে ভ্যান চালক নুরুল ইসলাম মিয়া ও আহত হয় দুই শতাধিক আন্দোলনকারী শিক্ষাথী। গুলিবিদ্ধের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। সে মামলায়ও রাণা ও লাকির কোন নাম নেই এজাহারে। চত্বরে ছাত্রদের উপর হামলা ও গুলিবর্ষণ হয় এবং দক্ষিণ সুরমা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে। সেখানে প্রকাশ্যে অস্ত্র হাতে রাণাকে দেখা গেছে বলে একাদিক সূত্র জানায়। ৪ আগস্টে হামলায় আহত একাদিক শিক্ষার্থীরা জানান, ছাত্রদের উপর হামলার ঘটনায় সন্ত্রাসী রাণা ছিল।
দক্ষিণ সুরমায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন সমন্বয়ক বলেন, ৪ আগস্ট হুমায়ুন চত্বরে যারা ছাত্রদের নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের ছবি প্রশাসনকে দিয়েছি। তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা কথাও বলেছি।
উল্লেখ্য, যুবলীগ ক্যাডার আব্দুল আলিম রাণার বিরুদ্ধে দক্ষিণ সুরমা, কতোয়ালীথানায় নানা অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মিনু বাঙালী, অফিস : ১২৬/এ, উত্তরা, ঢাকা। ই-মেইল : dhakaview88@gmail.com
এই ওয়েব সাইটের লেখা, ভিডিও, ছবি অনুমতি ব্যতিত ব্যবহার নিষেধ।
Copyright © 2026 ঢাকা ভিউ ।. All rights reserved.