Saturday , 5 April 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. কৃষি ও প্রকৃতি
  4. খুলনা
  5. খেলা
  6. গণমাধ্যম
  7. চট্টগ্রাম
  8. চাকরী
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বরিশাল
  15. বিনোদন

ইন্দোনেশিয়ায় বিয়েবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ

প্রতিবেদক
Matab Sitar
April 5, 2025 3:33 pm

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হলো বিয়েবহির্ভূত যৌন সম্পর্ক। এই অপরাধে কেউ দোষী প্রমাণিত তার সর্বোচ্চ এক বছর পর্যন্ত জেল হতে পারে। যদিও এটি কার্যকর হতে অন্তত ৩ বছর সময় লাগবে। দেশটির পার্লামেন্টে মঙ্গলবার সংক্তান্ত একটি আইনের পাশাপাশি ৬০০টির বেশি আইন অনুমোদন পায়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় ধর্মীয় রক্ষণশীলতার উত্থান হচ্ছে। এরই ধারাবাহিকতায় আইনটি করা হলো। তবে আইনটিকে মানবাধিকারের জন্য একটি ‘বিপর্যয়’ এবং পর্যটন ও বিনিয়োগের ওপর একটি সম্ভাব্য আঘাত হিসেবে দেখছেন সমালোচকরা।

চলতি সপ্তাহে জাকার্তায় পার্লামেন্টের বাইরে তরুণদের কয়েকটি দল এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে। ধারণা করা হচ্ছে, নতুন আইনটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে।

আইনটি স্থানীয়দের পাশাপাশি ইন্দোনেশিয়ায় বাস করা বিদেশি এমনকি বালির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও সমানভাবে প্রযোজ্য হবে।

বিয়েবহির্ভূত যৌন সম্পর্কের পাশাপাশি ‘লিভিং টুগেদারও’ নিষিদ্ধ হয়েছে ইন্দোনেশিয়ায়। কেউ এই অপরাধ করলে তার সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে।

পশ্চিম জাভার ডেপোকের বাসিন্দা আজেং। ২৮ বছরের এই মুসলিম নারী বলেন, ‘গত পাঁচ বছর ধরে আমি সঙ্গীর সঙ্গে একসঙ্গে থাকছি। নতুন আইনের ফলে এখন ভয় লাগছে।

‘নতুন আইনে পরিবারের কেউ একজন পুলিশে অভিযোগ করলে আমরা দুজনেই জেলে যেতে পারি। যদি পরিবারের কারও সঙ্গে আমার ঝামেলা হয় আর সে যদি আমাকে আমাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়, তখন কি করব?

‘আমি মনে করি বিয়ের বাইরে একসঙ্গে থাকা কিংবা যৌন সম্পর্ক করা কোনো অপরাধ নয়। আমার ধর্মে এটাকে পাপ বলে মনে করা হয়। তবে ফৌজদারি আইন একটি নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে হওয়া উচিত না।’

আজেং জানান, ২০১৯ সালে যখন আইনটির প্রথম প্রচার হয়েছিল, তখন দেশব্যাপী শুরু হওয়া বিক্ষোভে তিনিও অংশ নিয়েছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

নির্বাচিত

প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ: সচিবালয়মুখী মিছিলে লাঠিপেটা, জলকামান

জাফলংয়ে ৬২ সাংবাদিকের নামে প্রতিদিন ৫ লক্ষ টাকা চাঁদা আদায়, ঠিকাদার হুমায়ুন

আড়ত ছাপিয়ে ফুটপাতে পেঁয়াজ, দাম গত বছরের অর্ধেক

গোয়াইনঘাটে স্বৈরাচার সাবেক রাষ্ট্রপতি’র ভাগিনা পরিচয়ে মূর্খ্য সাংবাদিক হুমায়ুনের বৎসরে কোটি টাকার চাঁদাবাজি

মারা গেছেন স্কুইড গেমের অভিনেত্রী

যে দেশে ডিপসিক ব্যবহার করলেই ২০ বছরের জেল

ইন্দোনেশিয়ায় বিয়েবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ

দীর্ঘ নজরদারীর পর ডেবিল মাহতাব সুনামগঞ্জ থেকে গ্রেফতার

এবার ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আসামি হলেন যুবলীগ ক্যাডার আধুনিক মামুন

যে ব্যক্তি দেশকে রক্ষা করে, সে আইন ভাঙতে পারে না: ট্রাম্প