সিলেট প্রতিনিধিঃ
গোলাপগঞ্জে ১৫ মামলার পলাতক আসামী কাওসার হোসেন উরফে চুর কাওসারের মা ও বোনকে ৩০০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার খাসিখাল ব্রীজের নিচ থেকে গত ১০ নভেম্বর রাত ১১টায় ইয়াবা সাপ্লাই কালে তাদের গ্রেফতার করে জেলা গোয়ান্দো পুলিশ ডিবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামী চুর কাওসার ও তার ভাই ফাটা মাহবুবকে খুজছে ডিবি। গ্রেফতাদের হাত থেকে বাঁচতে তারা পালিয়ে বেড়াচ্ছেন।
জানাযায়, গোলাপগঞ্জের রনকেলী টিকরবাড়ীর মৃত আওলাদ হোসেনের ছেলে চুর কাওসার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। কাওসার ১৫টি মামলার আসামী হয়ে পলাতক থাকায় তার মা ও অবিবাহিত বোন ইয়াবা ব্যবসার দিকে ঝুকে পড়ে। এ কাজে তাদের সাপ্লাইয়ার হিসেবে কাজ করে তার বোনের অবৈধ সম্পর্কের মানুষ ফাটা মাহবুব। তারা দীর্ঘদিন থেকে রাতের আধাঁরে খাসিখাল ব্রীজের নিচে ইয়াবা সাপ্লাই দিতো। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ খবর পেয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে। বোনের অবৈধ সম্পর্কের কারিগর ফাটা মাহবুব পালিয়ে যায়।
গ্রেফতাদের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তাদেরকে ৩দিনের রিমান্ডে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। চুর কাওসার দীর্ঘদিন থেকে এলাকা ছাড়া। বর্তমানে শহরের আম্বরখানা বড়বাজার এলাকায় কলোনির মধ্যে বসবাস করছে। সে সিলেটের হোটেলে হোটেলে পতিতা সাপ্লাইয়ের কাজে জড়িত বলে জানা গেছে।



















