বিশেষ প্রতিবেদক ঃ
পনেরো মামলার পলাতক আসামী মোটর সাইকেল চোর কাওসার হোসেন আত্মগোপনে। নারী সাপ্লাই, দেহ ব্যবসা, ইয়াবা ব্যবসা, চুরি ছিনতাই, বলৎকার, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাসহ একাধিক অপরাধে কুখ্যাত এ ইয়াবা সাপ্লাইয়ারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে। পলাতক এ চিহ্নিত অপরাধী ও তার পরিবারের অপরাধের ফিরিস্তি নিয়ে ৩০ পর্বের ধারাবাহিক সাজানো হয়েছে। আজ সপ্তম পর্ব ………………………………………………………
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী উত্তর তথা টিকরবাড়ী গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে কাওসার হোসেন উরফে সেলিম হাসান কাওসার উরফে ইয়াবা কাওসার উরফে চোর কাওসার উরফে প্রতারক কাওসার উরফে ধর্ষক কাওসার উরফে লাটিয়া কাওসারের বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকা প্রতারণা মামলায় রায় ৫ জানুয়ারী ২০২৫ ইংরেজি নির্ধারণ করেছেন আদালত। দীর্ঘ শুনানী শেষে সিলেট মহানগর কোর্টের জজ এ মামলার তারিখ দিয়েছেন। বালাগঞ্জের বৃটিশ প্রবাসী আলাওর রহমান বাদী হয়ে ২০২৩ সারে হরেক নামের অধিকারী প্রতারক কাওসারকে আসামী করে এ মামলা দায়ের করেন।
মামলা বাদী আলাওর রহমান বলেন,, কাওসার নিজেকে আমেরিকা প্রবাসী দাবী করে আমার সাথে সুসম্পর্ক গড়ে তুলে। আমিও তার কথার সরলতায় বিশ্বাস করে আমার ছেলের মতো মনে করেছি। সে তার পিতা নেই। আমাকে বাবা বলে ডাকতো। এক পর্যায়ে সে তার ভাইয়েরা আমেরিকায় আর্থিক কষ্টে আছে বলে আমার কাছ থেকে ৩৫ লাখ টাকা নেয়। আমি ব্যাংক মারফত তাকে টাকা দিয়েছি। টাকা দিতে অপারগ হলে সে গোলাপগঞ্জ উপজেলার রনকেলী উত্তর টিকরবাড়ী গ্রামের তার বাড়ী থেকে নিজ নামের জমি আমাকে সাফ কবালা দলীল করে দেয়। কথা ছিল সে আমার পাওনা টাকা ফেরত দেওয়ার পর আমিও তার জমি ফেরত দেবো। তার দেওয়া জমি তথা তার বসত বাড়িতে গেলে জানতে পারি তার কোন জমি নেই। মাত্র ৩ ডেসিমেল জায়গায় নির্মিত সামান্য একটি জীর্ণ র্শীণ বসত ঘরে তার মা, বোন, ভাই বসবাস করে। সে বাড়িতেও থাকে না। এলাকার লোকজনের সাথে আলাপ করে জানতে পারি সে নেশার সাথে জড়িত। তার মা-বোন, ভাই ইয়াবা ব্যবসার সাথে জড়িত। জাল কাগজপত্র সৃষ্টি করে প্রতারণা করার হীন উদ্দেশ্যে সে টাকা নিয়ে ভূয়া জমি আমাকে দিয়েছে।
তিনি আরোও বলেন, আমি তার সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করতে পারি নাই। সে আত্মগোপনে চলে যায়। তার মা-বোনকে বললে তারা কোন দায় দায়িত্ব নেয় নাই। বাধ্য হয়ে আমি মামলা করেছি। মামলার রায়ের তারিখ ৫ জানুয়ারী ২০২৫ ইং। আমি ন্যায় বিচার প্রত্যাশী। আসামী কাওসার এই মামলায় দীর্ঘদিন থেকে পলাতক রয়েছে। সে দেশে আছে নাকি বিদেশে তাও জানিনা। গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে।



















