শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. কৃষি ও প্রকৃতি
  4. খুলনা
  5. খেলা
  6. গণমাধ্যম
  7. চট্টগ্রাম
  8. চাকরী
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বরিশাল
  15. বিনোদন

সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত

প্রতিবেদক
ঢাকা ভিউ ২৪.কম
ডিসেম্বর ৬, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্য পেঁয়াজের বাজার হঠাৎ অস্থির হয়ে ওঠেছে। হু হু করে বাড়ছে পণ্যটির দাম। এই অবস্থায় পেঁয়াজের বাজার স্থিতিশীল ও সহনীয় রাখতে সীমিত আকারে পণ্যটি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ৭ ডিসেম্বর থেকে প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে এবং প্রতি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

 (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট ২০২৫ থেকে এখন পর্যন্ত যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, তারাই কেবল পুনরায় আবেদন দাখিল করতে পারবেন। প্রতিটি আমদানিকারক একবারই আবেদন করার সুযোগ পাবেন।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

Onion02

ডিসেম্বরে গত কয়েক বছর ধরেই অস্থির হয়ে উঠে পেঁয়াজের বাজার। এবারও দেশের বেশির ভাগ বাজারে সরবরাহ কমার কারণ দেখিয়ে পেঁয়াজের কেজিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে। মাত্র তিন দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছিল, যা এখন বেড়ে ১২০-১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নতুন পাওয়া মুড়িকাটা পেঁয়াজও ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজ ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তাদের মতে, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় সরবরাহ হ্রাস পেয়েছে।

তবে বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতি বছর এ সময় মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে পেঁয়াজের দাম বাড়াতে তৎপর হয়ে ওঠে। গত মৌসুমে কৃষকরা ন্যায্য দাম না পেয়ে পেঁয়াজ বিক্রি করে দিয়েছেন, বর্তমানে যা অসাধু মজুতদারদের নিয়ন্ত্রণে রয়েছে। মজুতদাররা সিন্ডিকেট গঠন করে পেঁয়াজ বাজারে আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করছে এবং দাম বাড়াচ্ছে। এ ছাড়াও, তারা দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে ভারত থেকে আমদানি বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

নির্বাচিত

এমসি কলেজ দর্শন বিভাগ অ্যালামনাই এসেসিয়েশনের কমিটি গঠিত

গণঅভ্যুত্থানের দেড় বছর পর যাত্রাবাড়ী থানায় মামলা;শেখ হাসিনাসহ আসামি ৪৮,অজ্ঞাত১৫০-১৬০

সিলেট জেলা এনসিপি নেতা কাওসারের বোন তালতো ভাইয়ের হাত ধরে লাপাত্তা

জাফলংয়ে ৬২ সাংবাদিকের নামে প্রতিদিন ৫ লক্ষ টাকা চাঁদা আদায়, ঠিকাদার হুমায়ুন

লক্ষণাবন্দের শীর্ষ এক পতিতার সর্দার যখন চেয়ারম্যান হতে চায়

প্রিমিয়ার লিগে এখনো দল পাননি লিটন-মুমিনুল

জাফলংয়ে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতৃবৃন্দের নামে কামরুল সিন্ডিকেটের চাঁদাবাজি!

সিলেটে নয়দিনে ২৮৭ নরমাল ডেলিভারি

যশোর জেলা বিএনপির কাউন্সিল ২২ ফেব্রুয়ারি

ভারতের প্রতি ‘ওয়াক্ফ সংশোধনী বিল’ পুনর্বিবেচনার আহ্বান বিএনপির