রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. কৃষি ও প্রকৃতি
  4. খুলনা
  5. খেলা
  6. গণমাধ্যম
  7. চট্টগ্রাম
  8. চাকরী
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বরিশাল
  15. বিনোদন

অবশেষে ২১১ ধারার মামলার জামিন নিলো লাউটা কাওসার

প্রতিবেদক
Ayman
নভেম্বর ৩০, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

পনেরো মামলার পলাতক আসামী মোটর সাইকেল চোর কাওসার হোসেন আত্মগোপনে। নারী সাপ্লাই, দেহ ব্যবসা, ইয়াবা ব্যবসা, চুরি ছিনতাই, বলৎকার, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাসহ একাধিক অপরাধে কুখ্যাত এ ইয়াবা সাপ্লাইয়ারের  বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে। পলাতক এ চিহ্নিত অপরাধী ও তার পরিবারের অপরাধের ফিরিস্তি নিয়ে ৩০ পর্বের ধারাবাহিক সাজানো হয়েছে। আজ  অষ্টম পর্ব  ………………………………………………………

দীর্ঘদিন আত্মগোপনে থেকে অবশেষে রোববার ৩০ নভেম্বর, ২০২৫ তারিখে কাওসার হোসেন ওরফে লাউটা কাওসার সিলেট অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নিয়েছে। বিচার সমাপ্তের শেষ সময়ে এসে জামিন নিয়ে সে মামলার শুনানীর জন্য সময় প্রার্থনা করেছে। আদালত তার জামিন মঞ্জর করে মামলাটি বিচারিক কোর্টে স্থানান্তর করেছেন। লাউটা কাওসারের বিরুদ্ধে এটি ছাড়াও আরো ১৪টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

লাউটা কাওসার আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে বাংলাদেশের সব থানায় গ্রেফতারী পরোয়ানা পাঠানো হয়েছে। রবিবার কোর্টে তার উপস্থিতি টের পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ কোতয়ালী থানা পুলিশকে কাওসারকে গ্রেফতারের অনুরোধ জানায়। লাউটা কাওসার আদালতে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তার আইনজীবীর সহযোগিতায় আদালত থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে জানুয়ারী মাসের ৫ তারিখে অন্য দুটি মামলার রায়ের দিন ধার্য্য করেছেন আদালত।

লাউটা কাওসারের মা ও বোন ইয়াবাসহ ডিবির হাতে গ্রেফতার হয়ে ২০ দিন থেকে  জেলে আছে। নিম্ন ও উচ্চ আদালতে জামিন না হওয়ায় তাদের জামিনের জন্য লাউটা কাওসার হাইকোর্টে চেষ্টা চালাচ্ছে। তার মা ও বোন গর্ভবতী বলে সে জামিন পিটিশনে উল্লেখ করেছে। আদালত তাদের জামিন না দিয়ে তাদেরকে উপযুক্ত গাইনী চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য,  মেজরটিলা বাসিন্দা আলাউর রহমানের সাথে মোটর সাইকেল চোর কাওসারের বিদেশ লোক পাঠানো নিয়ে একটি চুক্তি হয়। চুক্তি অনুসারে ইয়াবা কাওসার আলাওর রহমানের এক আত্মীয়কে সৌদি আরবে পাঠানোর কথা বলে কাওসার হোসেন নগদ দুই লক্ষ টাকা নেন। কথা ছিল দুই মাসের মধ্যে আলাওর রহমানের লোককে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে কাওসার হোসেন আরো আড়াই লক্ষ টাকা নিবেন। কিন্তু কথায় আছে, ‘কয়লা ধুইলে ময়লা যায় না।’  যা যে নিশা সেটি ছাড়তে পারে না। চোর তো চোর ই হয়। প্রতারক হয় প্রতারক। সরল বিশ্বাসে কাওসারের কথায় আলাওর রহমান চুক্তি করে টাকা দিয়ে যেন বিপদ কিনে আনলেন। ঘটনাটি ২০২৩ সালের।

চুক্তি অনুযায়ী কাওসার হোসেন আলাওর রহমানের লোককে বিদেশ না দিয়ে প্রতারণা করেন। এ নিয়ে আলাওর রহমান কাওসার হোসেনের সাথে একাধিকবার শালিশ বৈঠক করলে চোর কাওসার আলাওর রহমানকে এক লক্ষ টাকা দেয়। বাকি এক লক্ষ টাকা উদ্ধারে মাথায় ঘাম কয়েক বার পায়ে ফেলেও উদ্ধার করতে পারেন নাই। এক পর্যায়ে ময়মুরব্বী নিয়ে কাওসারের চাকুরীস্থল জিন্দাবাজারের আজগর স্কয়ারে গিয়ে টাকার কথা বললে প্রতারক কাওসার কৌশলে টাকা দেবার জন্য সময় নিয়ে আলাওর রহমান ও তার ময়মুরব্বীকে বিদায় দেয়। পরবর্তীতে ইয়াবা কাওসার তার গাড়ির ক্লাস ভেঙ্গে পরদিন কোর্টে গিয়ে আলাওর রহমান ও তার ময়মুরব্বী ৫জনকে আসামী করে চাঁদাবাজি মামলা দায়ের করে। আদালত এফআইআরের নির্দেশ দেন।

ঘটনার আকস্মিকতায় আলাওরের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। তিনি ও অন্যান্য আসামীরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে পুলিশকে আসল বিষয়টি অবগত করলে থানা পুলিশ উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে তদন্ত করে প্রতারক কাওসারের জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পুলিশ বাদী হয়ে আদালতে বাদী কাওসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২১১ ধারায় আর্জি দেয়।  প্রতারকের প্রতারণা সব জায়গায়ই চলে। আর প্রতারক কাওসার সব সময় থাকে আরো এক ধাপ এগিয়ে। সে পরিস্থিতির বিষয়টি আঁচ অনুধাবন করতে পেরে কোর্টের পেশকারকে ম্যানেজ করে মামলাটি প্রত্যাহার করে নেয়। অপরদিকে আলাওর হোসেন প্রতারক কাওসারের আদালতে জালিয়াতির বিষয় নিয়ে উচ্চ আদালতে আপীল করলে আদালত দীর্ঘ শুনানী শেষে আপীল মঞ্জুর করে বাদী কাওসার হোসেনের বিরুদ্ধে ২১১ ধারায় মামলা দায়েরের জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়। কোতোয়ালী থানা পুলিশ বাদী কাওসারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ২১১ ধারায় মামলা করে। মামলা নং-৪৫৫/২৫। মামলা দায়েরের পর বাদী কাওসার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে সে পলাতক রয়েছে।

এ বিষয়ে বয়োবৃদ্ধ আলাওর রহমান বলেন, আমি একজন বৃদ্ধ লোক। আমার এক আত্মীয়কে বিদেশ পাঠানোর কথা বলে কাওসার ২ লক্ষ টাকা নেয়। পরে বিদেশ না নিয়ে সে টাকা দিতে টালবাহানা করে। এক পর্যায়ে সে আমার বিরুদ্ধে চাঁদাবাজী মামলা করে। পুলিশ তদন্ত শেষে বাদীর বিরুদ্ধে আদালতের নির্দেশে ২১১ ধারায় মামলা করে। সে পলাতক রয়েছে। আগামী ৩০ নভেম্বর মামলার ধার্য্য তারিখ রয়েছে। কাওসারের ভাই মাহবুব কিছুদিন আগেও আপোষের জন্য আমার কাছে এসে তার মায়ের সালাম দিয়েছে। আমি জানতে পেরেছি, তার মাও একজন চরিত্রহীনা। আমি ন্যায় বিচারের প্রত্যাশী। মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করেছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

নির্বাচিত

সিলেটে হামলার শীকার এলডিপি নেতা আফজাল

সিলেটে অজ্ঞান ও মলম পার্টির সর্দার জুলহাস যখন সাংবাদিক

যুক্তরাষ্ট্র থেকে এসেছে আরও ৬১ হাজার টন গম

দুর্নীতিবাজ সিলেট টিটিসির অধ্যক্ষ নাহিদ নিয়াজের অপসারণের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ফাল্গুনের রাজধানীতে এক ঢিলে বহু পাখি

দেশ জুড়ে বিকাশ অ্যাপে প্রতারণার মূল হোতা ভূয়া সাংবাদিক সাইফুল

অরবিন্দু ও শাহনাজ-রিনা সিন্ডিকেটের হাতেই ওসমানী হাসপাতালের সকল অপকর্মের নিয়ন্ত্রন

সিলেট জেলা এনসিপি নেতা কাওসারের বোন মনিরার খোঁজ মিলেনি, রহস্য দানা বাঁধছে

সিলেটের দক্ষিণ সুরমায় মিথ্যা ছাগল চুরি নিয়ে সাজানো নাটক !! নেপথ্যে ছিনতাইকারী রানা, জুলহাস, মক্ষীরাণী লাকী চক্র

হবিগঞ্জে রফিক হত্যা মামলার ৯ বছর পর রায় : ১ জনের মৃত্যুদন্ড